kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর বিক্ষোভ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি   

২৭ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত তিনটি গ্রামের বাসিন্দারা বিক্ষোভ সমাবেশ করেছে। রবিবার সকাল ১১টার দিকে জীবন ও সম্পদ রক্ষা নামের স্থানীয় একটি সংগঠন এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বড়পুকুরিয়া দিঘীরপাড় এলাকার ঝুঁকিপূর্ণ বৈদ্যনাথপুর, বাঁশপুকুর ও চৌহাটি গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা এতে অংশ নেয়। সমাবেশে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান ও খনি ব্যবস্থাপক মোশাররফ হোসেন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবি জানানো হয়।

মন্তব্য