kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

ময়মনসিংহে ছয় মোটরসাইকেল চোর ধরা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২৬ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে ছয় মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পাঁচটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। গত শুক্রবার থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ময়মনসিংহ শহর এবং সদর উপজেলার বৈলর ও চুরখাই বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চক্রটি জেলার অন্যতম মোটরসাইকেল চোরের সিন্ডিকেট বলে পুলিশ জানিয়েছে।

জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন গতকাল দুপুরে নিজ কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের জানান। পুলিশ সুপার জানান, শুক্রবার দুপুরে ময়মনসিংহ শহরের মাসকান্দা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য আশরাফুলকে প্রথমে আটক করা হয়। তার বাসা শহরের বলাশপুর এলাকায়। পরে আশরাফুলের দেওয়া তথ্যে একে একে আটক করা হয় আরো পাঁচজনকে। তারা হলো বৈলর এলাকার রফিকুল ইসলামের ছেলে রাজন মিয়া, জসীমের ছেলে হাফিজুল, মকবুল হোসেনের ছেলে ইস্রাফিল, তোতা মিয়ার ছেলে রেজাউল করিম এবং চুরখাই বাজারের আলী আকবরের ছেলে ইসমাঈল। আটক ছয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা