kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

শত বাধা পেরিয়ে

দিনমজুরি করে পড়েছে নূর

তানোর (রাজশাহী) প্রতিনিধি   

২৫ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনমজুরি করে পড়েছে নূর

দরিদ্র পরিবারের ছেলে মো. নূর ইসলাম। তিন ভাই-বোনের মধ্যে সে ছোট। তিনবেলা ঠিকমতো খেতে না পারলেও পড়ালেখা ছাড়েনি। দিনমজুরি করে নিজের পড়ার খরচ জুগিয়েছে। এ বছর এসএসসি পরীক্ষায় রাজশাহীর তানোরের আকচা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে নূর। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন তার চোখে।

তানোর পৌর এলাকার রায়তন বাজে আকচা মহল্লার দিনমজুর মো. নাসির উদ্দিন ও গৃহিণী মোসা. চেন বানুর ছোট ছেলে নূর। অভাবের কারণে বাবার সঙ্গে সেও দিনমজুরি করেছে। তবু পড়ালেখা ছাড়েনি। নূরের বাবা নাসির বলেন, ‘আমি দিনমজুরি করে সংসার চালাই। নূর খেয়ে, না খেয়ে পড়তে স্কুলে যেত। রাত জেগে পড়ালেখা করত। ছেলে-মেয়েদের চাহিদামতো খাবারসহ জামাকাপড় দিতে পারিনি। পুরনো জামা পরে স্কুলে যেত (নূর)।’

আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দীন বলেন, ‘নূর ইসলাম আমাদের স্কুলের অহংকার। গরিব পরিবারের সন্তান সে। এ মেধাবী ছাত্রটি পিইসিসহ সরকারি মেধাতালিকায় বৃত্তি ও জেএসসিতে জিপিএ ৫ পেয়েছিল।’

 

মন্তব্যসাতদিনের সেরা