kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

বগুড়া যুবদলের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

২৫ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়া জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদলের সদ্য বিলুপ্ত বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তব্যে অবহেলা ও নিষ্ক্রিয়তার কারণে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নীরব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন যুবদল বগুড়া জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। এর আগে ২০১৮ সালের আগস্টে ১৭৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

মন্তব্যসাতদিনের সেরা