kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

এএসআইয়ের এক মাসের জেল

পটুয়াখালী প্রতিনিধি   

২৫ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের সময় হাতেনাতে আটক পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুর ১২টায় পটুয়াখালী রশিদ কিশলয় বিদ্যালয়কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা তাঁকে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত এএসআই পটুয়াখালী সদর সার্কেল অফিসে কর্মরত।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নুরুল হাফিজ জানান, অভিযুক্ত পুলিশ সদস্য পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব না থাকা সত্ত্বেও পুলিশের পোশাক পরে নকল সরবরাহ করছিলেন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তিনি কথা অমান্য করেন। পরে তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

মন্তব্যসাতদিনের সেরা