kalerkantho

বুধবার । ২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

ব্রাহ্মণবাড়িয়া সদর

ইউপি ‘চেয়ারম্যানহীন’ উপজেলা পরিষদের প্রথম সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

২৪ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়া সদরে গত বুধবার নবনির্বাচিতদের নিয়ে উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। তবে সভায় ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মধ্যে আটজনই অনুপস্থিত ছিলেন। এ ব্যাপারে তাঁদের ভাষ্য, বিভিন্ন বিষয়ে ক্ষোভ ও দাওয়াতসংক্রান্ত ‘জটিলতায়’ তাঁরা ইচ্ছে করেই সভায় যাননি।

জানা যায়, সদর উপজেলা পরিষদের প্রথম সভা বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিমুল হায়দার, নবনির্বাচিত চেয়ারম্যান ফিরোজুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন, নারী ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব প্রমুখ উপস্থিত ছিলেন। সভার শুরুতেই নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তবে এতে সদ্য সাবেক হওয়া চেয়ারম্যান ও নারী-পুরুষ ভাইস চেয়ারম্যান এবং বাসুদেব, মাছিহাতা, রামরাইল, সাদেকপুর, সুহিলপুর, বুধল, মজলিশপুর, নাটাই উত্তর ও তালশহর ইউপির চেয়ারম্যান উপস্থিত ছিলেন না।

 

 

মন্তব্যসাতদিনের সেরা