kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

খালিয়াজুরীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

হাওরাঞ্চল প্রতিনিধি   

২৩ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। এদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল নগর ইউনিয়নের ‘মালির খাল’ হাওরে মাছ ধরতে আসে গণ্ডামারা গ্রামের কয়েকজন বাসিন্দা। এ সময় বাঘাটিয়া গ্রামের লোকজন তাদের বাধা দেয়। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দুই গ্রামের লোকজনই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় ২০ জন।

খালিয়াজুরী থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

মন্তব্য