kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

অবশেষে ৫০০ শয্যার মর্যাদা পেল খুমেক হাসপাতাল

তত্ত্বাবধায়ক হলেন পরিচালক

খুলনা অফিস   

২২ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅবশেষে ৫০০ শয্যার হাসপাতালের মর্যাদা পেল খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল। সেই সঙ্গে হাসপাতালটির প্রথম পরিচালক হলেন ডা. এটি এম এম মোর্শেদ। এত দিন হাসপাতালটির তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন তিনি।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে খুমেক হাসপাতালের প্রথম পরিচালক ডা. মোর্শেদ বলেন, ‘হাসপাতালটি দীর্ঘদিন ২৫০ শয্যার হিসেবে পরিচিত ছিল। এখন এটি ৫০০ শয্যার।’

প্রসঙ্গত, খুলনাসহ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ১৯৮৯ সালের ১৮ জানুয়ারি নগরীর বয়রা এলাকায় ৪৩ দশমিক ২৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় খুলনা ২৫০ শয্যার হাসপাতাল। ১৯৯৪ সালে এটির নামকরণ করা হয় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

১৯৯৮ সালে হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করা হয়, যা ২০০৮ সালের পয়লা জুলাই প্রশাসনিক অনুমোদন পায়। সর্বশেষ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিঠির মাধ্যমে হাসপাতালটি ৫০০ শয্যার মর্যাদা লাভ করল।

 

মন্তব্যসাতদিনের সেরা