kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

ইউপি সদস্য পেটালেন বৃদ্ধাকে

ভোলা প্রতিনিধি   

২২ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভোলা সদরের দক্ষিণ দিঘলদি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিমের বিরুদ্ধে বৃদ্ধা সোনা বরুকে পেটানোর অভিযোগ উঠেছে। একই ঘটনায় সোনা বরুর ছেলে মিলন ও মিলনের স্ত্রী আহত হয়েছেন। গত সোমবার ৫ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। সোনা বরুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর তাঁর ছেলে ও ছেলের বউ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মিলনের অভিযোগ, প্রতিবেশী নজু হাজী তাঁদের ২৪ শতাংশ জমির কিছু অংশ দখলের পাঁয়তারা করছেন। এ নিয়ে কয়েক মাস আগেও নজুর সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়েছে। সোমবার নজুর পক্ষে ইউপি সদস্য সেলিম তাঁদের পিটিয়ে জমি দখলের চেষ্টা চালান। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য সেলিম বলেন, ‘তাদের আমি মারিনি।’

 

মন্তব্যসাতদিনের সেরা