kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

সরানোর নির্দেশ সেই ভাটা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

২২ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের মির্জাপুরের সেই এএনবি-২ ইটভাটা আগামী তিন মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি-এসিল্যান্ড) মো. মইনুল হক এ নির্দেশ দেন।

এ সময় অনুমোদন ছাড়া আবাসিক এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে ভাটার মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেলা উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, কোর্ট পরিদর্শক মো. বুলু মিয়া, এসি মো. সিরাজুল হক, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মেদ মুজাহিদুল ইসলাম, পরিদর্শক সজীব কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বহুরিয়া গ্রামের পূর্বপাড়ায় এএনবি-২ ইটভাটার চিমনি থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়ায় আশপাশের ১৬ একর জমির ধান নষ্ট হয়ে গেছে। এ ছাড়া ভাটাসংলগ্ন এলাকার বিভিন্ন প্রজাতির গাছের ফল নষ্ট হয়ে ঝরে পড়েছে। এ নিয়ে গত ৯ মে কালের কণ্ঠে ‘মির্জাপুরে ১৬ একর জমির ধান নষ্ট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে।

মন্তব্যসাতদিনের সেরা