kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

পলাশবাড়ীতে সংঘর্ষে নিহত ১, আহত ১০

গাইবান্ধা প্রতিনিধি   

২২ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল থানায় হত্যা মামলা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদপুর গ্রামের গাউছিয়াপাড়ার মৃত হযরত আলীর ছেলে আব্দুল হাই প্রধান ও একই পরিবারের মৃত আজি গাছুর ছেলে শাজাহানের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার প্রথমে বাগিবতণ্ডা, পরে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল হাই প্রধানসহ উভয় পক্ষের ১১ জন গুরুতর আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত আব্দুল হাই প্রধানকে চিকিৎসার জন্য পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহতদের মধ্যে আনোয়ারা বেগম (৭০), চপেলা বেগম (২৯), আরিফ মিয়া (১৯) ও জবেনুর আক্তার (১৯) পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন।

মন্তব্যসাতদিনের সেরা