kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

৫০ শয্যার স্থলে ১৯

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি   

২২ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ বেড দিয়ে চলছে ৫০ বেডের কার্যক্রম। দুটি ভবন নিয়ে ৫০ বেডের এ স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ভবনে ৩১ এবং অন্য ভবনটিতে ১৯টি বেডের ব্যবস্থা রয়েছে। তিনতলার ৩১ বেডের ভবনটি ষাটের দশকে নির্মিত হয়েছে। বর্তমানে ওই ভবনটির অবস্থা এতটাই নাজুক যে ভবনটির দুই তৃতীয়াংশ দেয়াল, পিলার ও ছাদের পলেস্তরা খসে রড ও পাইপ বেরিয়ে পড়েছে। বিভিন্ন সময়ে ছাদের পলেস্তরা খসে রোগীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরাও আহত হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় ৩১ বেডের ওই ভবনটির নিচতলায় একটি কক্ষে ঝুঁকি নিয়ে জরুরি বিভাগের কার্যক্রম চালিয়ে আসছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যেকোনো সময় ভবনটি ধসে ঘটে যেতে পারে হতাহতসহ বড় ধরনের দুর্ঘটনা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদ সিকদার জানান, হাসপাতালের পুরনো ভবনটি ভেঙে সেখানে অতিদ্রুত ১০০ বেডের একটি ভবন নির্মাণ করা প্রয়োজন।

 

মন্তব্যসাতদিনের সেরা