kalerkantho

বুধবার। ১৯ জুন ২০১৯। ৫ আষাঢ় ১৪২৬। ১৫ শাওয়াল ১৪৪০

গুঁড়িয়ে দেওয়া হলো ব্রহ্মপুত্রের চরের পরিত্যক্ত টয়লেট

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২১ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর গুঁড়িয়ে দেওয়া হয়েছে ময়মনসিংহ শহর ছোঁয়া ব্রহ্মপুত্র নদের বুকের পরিত্যক্ত কয়েকটি পাকা টয়লেট। গতকাল সোমবার দুপুরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ময়মনসিংহের সহসভাপতি শংকর সাহা নিজে উপস্থিত থেকে টয়লেটগুলো ভেঙে ফেলেন। এ কাজে সহায়তা করে সিটি করপোরেশন। সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মহব্বত আলী এ কাজের তদারকি করেন।

উল্লেখ্য, ব্রহ্মপুত্রের শুকনো চরে বাণিজ্য মেলা শেষ হয়েছে প্রায় চার মাস। এখন সেখানে ফাঁকা মাঠ। আসন্ন ভরা বর্ষা মৌসুমে এখানে পানি জমবে অন্তত ১০-১৫ ফুট কিংবা আরো বেশি। অথচ এমন একটি স্থানেই রয়ে গিয়েছিল কয়েকটি পরিত্যক্ত পাকা টয়লেট। ভরা বর্ষাতে এ টয়লেটগুলো ডুবে নৌযান চলাচলে যেকোনো বিপর্যয় ঘটাতে পারত।

মন্তব্যসাতদিনের সেরা