kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

ভাঙ্গুড়ায় রেলের জমিতে ব্যবসায়ীর পাকা ভবন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি   

২১ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভাঙ্গুড়ায় রেলের জমিতে ব্যবসায়ীর পাকা ভবন

পাবনার ভাঙ্গুড়ায় বড়ালব্রিজ রেলস্টেশনের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করছেন স্থানীয় এক ব্যবসায়ী। ছবি : কালের কণ্ঠ

পাবনার ভাঙ্গুড়া পৌর শহরে বড়ালব্রিজ রেলস্টেশনের জায়গা অবৈধভাবে দখল করে পাকা ভবন নির্মাণ করছেন একজন ব্যবসায়ী। ভাঙ্গুড়া পৌর ভূমি অফিসের ৫০ গজ দূরে শহরের প্রধান সড়কের পাশে এই ভবনের নির্মাণকাজ চললেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গুড়া পৌর শহরের বড়ালব্রিজ রেলস্টেশনের উত্তরে বেইলি সেতু সড়কের গা ঘেঁষে পাকা ভবন নির্মাণ করেছেন শরত্নগর বাজারের গরু ব্যবসায়ী সিদ্দিক আলী। এরই মধ্যে ভবনের ফাউন্ডেশনের কাজ শেষ হয়েছে। চলছে বিম ও কলাম নির্মাণকাজ। নির্মাণকাজ আড়াল করতে সড়কের পাশে টিনের উঁচু বেড়া দেওয়া হয়েছে।

জানা যায়, দুই যুগ আগে পৌর শহরের চৌবাড়িয়া মহল্লার গরু ব্যবসায়ী সিদ্দিক জায়গাটিতে দখল করে নেন।

ভবন নির্মাণের বিষয়ে দখলদার সিদ্দিক আলী বলেন, ‘আগে থেকেই ওই জায়গা আমার দখলে ছিল। তাই এখন পাকা ভবন নির্মাণ করছি। রেল কর্তৃপক্ষ চাইলে ভবন ভেঙে দেব।’

এ ব্যাপারে ভাঙ্গুড়া পৌর ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। সরেজমিনে গিয়ে ভবন নির্মাণ বন্ধ করে দেওয়া হবে।’

মন্তব্যসাতদিনের সেরা