kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগ

ভারপ্রাপ্ত সভাপতিকে পদ থেকে অব্যাহতি

মাগুরা প্রতিনিধি   

২১ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাগুরায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস কে নুরুজ্জামানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এ বিষয়ে মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান জানান, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেন নুরুজ্জামান। এ ছাড়া নির্বাচন-পরবর্তী সময় নিজ ফেসবুক আইডিতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন অনেক পোস্ট দেন তিনি। এসব কারণে তাঁকে তাঁর পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

মন্তব্য