kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

কলমাকান্দায় বজ পাতে দুই শিশু আহত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি   

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবসতঘরে বজ্রপাতে নেত্রকোনার কলমাকান্দায় দুই শিশু আহত হয়েছে। এর প্রভাবে পাশে থাকা দুটি ছাগল মারা গেছে। আহত হয়েছে দুটি গরু। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলো তামিম (২) ও রোজামনি (১)।

খারনৈ ইউপির চেয়ারম্যান ওবায়দুক হক জানান, গতকাল সকালে উত্তর বটতলা গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলামের বসতঘরে বজ  পড়ে। এ সময় তাঁর পরিবারের লোকজন ঘুমের মধ্যে ছিল। বজ পাতের বিষয়টি টের পেয়ে রাশেদুল ও তাঁর স্ত্রী দ্রুত ঘর থেকে বাইরে যান। এ সময় তাঁরা ঘরের চালে আগুন জ্বলতে দেখতে পান। তখন ঘরে থাকা সন্তান তামিল ও রোজামনি আহত হয়। পুড়ে যায় ঘরে থাকা আসবাবপত্র।

মন্তব্য