kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

ব্রহ্মপুত্র দ্রুত খননের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ দ্রুত খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা নাগরিক আন্দোলন সংগঠন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীরে এ কর্মসূচি পালিত হয়।

এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ নদ খননে উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে দ্রুত এ নদের খননকাজ শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক নুরুল আমীন কালাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, সিপিবি সভাপতি এমদাদুল হক মিল্লাত, অধ্যক্ষ সাহাব উদ্দিন, সাংবাদিক প্রদীপ ভৌমিক, কাজী আজাদ জাহান শামীম, ইয়াজদানী কোরায়শী কাজল, শংকর সাহা, হেপী, শারমীন সাথী, জোহরা বেগম, এনামুল হক প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা