kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি   

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুতের দাবিতে মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেছে এলাকাবাসী। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। ঘণ্টাখানেক অবরোধের পর লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। গত শুক্রবার রাতে উপজেলার বড়খাতা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, গত পাঁচ দিন ধরে বড়খাতা ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ সংযোগের জন্য বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধ করেছে।

মন্তব্য