kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

পাথরঘাটায় হরিণের পাঁচ মণ মাংস উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি   

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাথরঘাটায় হরিণের পাঁচ মণ মাংস উদ্ধার

বরগুনার পাথরঘাটায় হরিণের দুটি মাথাসহ পাঁচ মণ মাংস জব্ধ করেছে বন বিভাগ। ছবি : কালের কণ্ঠ

বরগুনার পাথরঘাটায় হরিণের দুটি মাথাসহ পাঁচ মণ মাংস জব্দ করেছে বন বিভাগ।

শুক্রবার রাত সাড়ে ৩টায় সাগরতীরবর্তী চরলাঠিমারা এলাকার বনফুল আবাসন এলাকায় ইঞ্জিনচালিত একটি বোটে পরিত্যক্ত অবস্থায় এগুলো পাওয়া যায়। কোস্ট গার্ড ও পুলিশ বিষয়টির সত্যতা স্বীকার করেছে।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের আওতায় হরিণঘাটা বন অফিসের বিট অফিসার বদিউজ্জামান খান সোহাগ জানান, বোটসহ পাঁচ মণ হরিণের মাংস, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করে পাথরঘাটা রেঞ্জ অফিসে নিয়ে যান বন বিভাগের সদস্যরা। জব্দ বোটের মালিক পদ্মা গ্রামের আবদুর রহমান সিকদার।

এদিকে সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে নচুখালী খালসংলগ্ন বন থেকে হরিণের একটি চামড়া উদ্ধার করেছেন কৈখালী কোস্ট গার্ড সদস্যরা।

মন্তব্য