kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

কেন্দ্র ফি না দেওয়ায় ব্যাবহারিক পরীক্ষা স্থগিত

জামালপুরে পরীক্ষার্থীদের ভাঙচুর

জামালপুর প্রতিনিধি   

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকেন্দ্র ফি জমা না দেওয়ায় জামালপুর সদরের তুলসীপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের ব্যাবহারিক পরীক্ষা স্থগিত করে দিয়েছে দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজ কেন্দ্র কর্তৃপক্ষ। এর প্রতিবাদে পরীক্ষাবঞ্চিতরা তুলসীপুর কলেজের অধ্যক্ষের কক্ষসহ বেশ কয়েকটি কক্ষের দরজা-জানালা ভাঙচুর করেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।  

পরীক্ষার্থী ও কেন্দ্র সূত্রে জানা গেছে, জামালপুর সদরের দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রে তুলসীপুর ডিগ্রি কলেজের ৪৩৬ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বিজ্ঞান ও কৃষি শিক্ষা বিষয়ের ব্যাবহারিক পরীক্ষা। এই কেন্দ্রের অন্যান্য কলেজ কর্তৃপক্ষ সময়মতো কেন্দ্র ফি পরিশোধ করলেও তুলসীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তাঁর কলেজের পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা পরিশোধ করেননি। ফলে কেন্দ্রসচিব গতকাল ব্যাবহারিক পরীক্ষা সাময়িক স্থগিত ঘোষণা করেন। এদিকে ব্যাবহারিক পরীক্ষাবঞ্চিতরা কেন্দ্র ত্যাগ করে সকাল সাড়ে ১০টার দিকে তাদের তুলসীপুর ডিগ্রি কলেজে গিয়ে বিক্ষোভ ও স্থানীয় সড়ক অবরোধ করে অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার বিচার দাবি করে। এ সময় বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষসহ বেশ কয়েকটি কক্ষের দরজা-জানালা ভাঙচুর করে। পরে কলেজের অধ্যক্ষ উপস্থিত হয়ে কেন্দ্র ফি পরিশোধ এবং ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিলে পরীক্ষার্থীরা শান্ত হয়।

এ ব্যাপারে জানতে অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম লিচুর সঙ্গে অনেক চেষ্টার পরও যোগাযোগ করা সম্ভব হয়নি। বেশ কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্যসাতদিনের সেরা