kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স

সম্মেলনকক্ষ খালি মেঝেতে চিকিৎসা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি   

১৮ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বারান্দা ও মেঝেতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ৩১ শয্যার পুরনো ভবনের সব কয়টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পর ১৯ শয্যার নতুন ভবনে চিকিৎসা নিচ্ছে রোগীরা। ফলে গাদাগাদি করে মূল ওয়ার্ড ছাড়াও বারান্দায় ঠাঁই হয়েছে অনেক রোগীর। তবে হাসপাতালে সম্মেলনকক্ষটি খালি পড়ে আছে বলে অনেক রোগী সেখানে তাদের চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাক্তার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না পেলে সম্মেলনকক্ষে রোগী রাখা যাচ্ছে না। আর নতুন ভবনের টয়লেটের বিষয়টি স্বাস্থ্য প্রকৌশল বিভাগ দেখছে। তবে সেখানে বৈদ্যুতিক সরঞ্জাম কিনে দেওয়া হয়েছে।’

 

মন্তব্যসাতদিনের সেরা