kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

কালের কণ্ঠে খবর

আইনি সহায়তা পাচ্ছে ধর্ষিতা শিশুটি

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅবশেষে আইনি সহায়তা পেতে যাচ্ছে ময়মনসিংহের নান্দাইলে ধর্ষণের শিকার হওয়া অন্তঃসত্ত্বা শিশুটি। গতকাল বৃহস্পতিবার এ নিয়ে কালের কণ্ঠে ‘ধর্ষণ করেছিল দুই বন্ধু, শিশুর পেটে আরেক শিশু’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে পুলিশ প্রশাসনের।

নান্দাইল থানার উপপরিদর্শক মো. নুরুল হুদা জানান, ওসির নির্দেশে নান্দাইল থানা পুলিশ গতকাল সকালে শিশুটির বাড়িতে গিয়ে শিশুসহ তার মা-বাবাকে থানায় নিয়ে আসে। পরে তাঁরা মামলা দায়ের করেন। অভিযুক্তদের ধরতে তাদের বাড়িতেও অভিযান চালায় পুলিশ। তাদের না পেয়ে এক অভিযুক্তর বাবা এবং আরেকজনের মা ও ফুফুকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনার সালিস নিয়ে কালক্ষেপণের অভিযোগে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল ইসলামকেও আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটির বয়স মাত্র ১৩ বছর।

মন্তব্য