kalerkantho

সোমবার। ২৭ মে ২০১৯। ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬। ২১ রমজান ১৪৪০

কুড়িগ্রামে বিজয়ী চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি   

২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুড়িগ্রামের ফুলবাড়ীতে সদ্য বিজয়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানীর বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেছে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী বাজারের পোদ্দার ম্যানসন থেকে মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ ঘুরে বাজারের জিরোপয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, জেলা পরিষদ সদস্য রতন পোদ্দার, শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এজাহার আলী, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যানের বোন লাভলী বেগম, আনন্দ ইসলাম প্রমুখ। অভিযোগ রয়েছে, গত ৩১ মার্চ ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম রব্বানী বিজয়ী হওয়ার পর নৌকা প্রার্থী আতাউর রহমান শেখের লোকজনের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

 

মন্তব্য