kalerkantho

সোমবার। ২৭ মে ২০১৯। ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬। ২১ রমজান ১৪৪০

গাছে ঝুলিয়ে আ. লীগ নেতাকে হত্যার চেষ্টা!

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসদর থেকে রাতে বাড়ি ফিরছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কবির উদ্দিন (৪৫)। এ সময় পথ আটকে তাঁকে তুলে নিয়ে গাছে ঝুলিয়ে হত্যার চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। তাঁর চিত্কারে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গত মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিংচাপুর এলাকায়।

স্থানীয় সূত্র ও ওই নেতার পরিবারের লোকজন জানায়, প্রতিদিনের মতো কবির উদ্দিন সদরে কাজ সেরে রাত ১টার দিকে একটি সিএনজি অটোবাইকযোগে উপজেলার মাওহা ইউনিয়নের বিষমপুর নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ১০-১২ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত তাঁকে আটকে কয়েকটি সাদা স্ট্যাম্পে তাঁর টিপসই নেয়। এরপর হাত-পা বেঁধে তাঁকে গাছে ঝুলিয়ে মেরে ফেলার চেষ্টা চালায়। তিনি চিত্কার দিলে হামলাকারীদের কয়েকজন দৌড়ে পালিয়ে গেলে বাধ্য হয়ে অন্যরাও চলে যায়। কিছুক্ষণ পর আশপাশের বাড়ির লোকজন এসে দড়ি কেটে তাঁকে গাছ থেকে নিচে নামায়। রাতেই তাঁকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

ওই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি নুর মোহাম্মদ কালন জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে আহত কবিরকে দেখে এসেছেন। ওই সময় তিনি সব দুর্বৃত্তকেই চিনতে পারার কথা জানিয়েছেন।

গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য