kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

‘গণিতে গবেষণায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ মিলবে’

টাঙ্গাইল প্রতিনিধি   

২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ফলিত গণিত বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিভাগটির সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। গণিতকে বিজ্ঞানের জননী উল্লেখ করে এ সময় বক্তারা বলেন, ‘এর বিচরণ সর্বত্র। গণিত বিষয়ের ওপর অধ্যয়ন ও গবেষণা করে দেশে-বিদেশে অনেক কর্মসংস্থানের সুযোগ নেওয়া যাবে।’ সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও সেমিনার সংগঠন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ মোকাদ্দেছ আলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুস সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ড. মো. আনোয়ার হোসেন ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান মো. বাবুল হোসেন।

মন্তব্য