kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

ফরিদপুর ও হবিগঞ্জে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর ও হবিগঞ্জ প্রতিনিধি   

২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। অন্যদিকে হবিগঞ্জে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই শ্রমিক দলের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩৫ জন।

ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে গতকাল সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ও স্থানীয় বিএনপি নেতা এনায়েত হোসেনের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গতকাল সকালে উভয় পক্ষের অর্ধশতাধিক সমর্থক ঢাল-কাতরা, সড়কি-ভেলা ও রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে রবিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার ধল বাজারে দুই শ্রমিকদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ৩৫ জনের মধ্যে ১৫ জনকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মন্তব্য