kalerkantho

বুধবার । ২২ মে ২০১৯। ৮ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৬ রমজান ১৪৪০

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে শুক্রবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিশারত আলী বিশু (২১) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার সকালে সীমান্তের একটি ধানক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বিশু শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া চটকপাড়া গ্রামের তৈইমুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আড়াইটার দিকে মাসুদপুরের ৪/৪-১ এস নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে বিশুসহ কয়েকজন ব্যবসায়ী ভারতে গরু আনতে যাচ্ছিল। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন বিশু। খবর পেয়ে শনিবার সকালে মাসুদপুর সীমান্তের তারাপুর এলাকার একটি ধানক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি আতিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের দাবি, বিএসএফের গুলিতে মারা গেছে বিশু। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, সীমান্ত থেকে বাংলাদেশের দুই কিলোমিটার অভ্যন্তরে তারাপুর এলাকার ধানক্ষেতে একটি লাশ পড়ে ছিল। পরে সেখানে বিজিবি সদস্যদের পাঠানো হয়েছে।

 

মন্তব্য