kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

কালের কণ্ঠ’র খবর

সেই পরিবারের পাশে প্রশাসন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি   

২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জের বানিয়াচংয়ের দোকানটুলা গ্রামে একঘরে করে রাখা সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বানিয়াচং থানার ওসি গতকাল শনিবার ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে চতুর্থ শ্রেণি পড়ুয়া মেয়েকে হত্যার ঘটনায় মামলা করেছিলেন দোকানটুলার ফাতেমা বেগম। মাসখানেক আগে জামিনে মুক্ত হয়ে মীমাংসার জন্য পঞ্চায়েতের নেতাদের মাধ্যমে চাপ দিচ্ছিলেন মূল আসামি মতিন মিয়া। কিন্তু মীমাংসায় রাজি না হওয়ায় বাদী ও তাঁর পরিবারকে একঘরে করে দেন দোকানটুলা পঞ্চায়েত কমিটির নেতা বাচ্চু মিয়া। একই সঙ্গে গ্রামের কেউ তাঁদের সঙ্গে কথা বললে ১০ হাজার টাকা জরিমানারও ‘রায়’ দেন তিনি। এ ব্যাপারে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

মন্তব্য