kalerkantho

সোমবার। ২৭ মে ২০১৯। ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬। ২১ রমজান ১৪৪০

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বললেন

কেরানীগঞ্জ হবে বাংলাদেশের আধুনিক শহর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, দেশ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে। যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। বিশ্ব দরবারে বাঙালি জাতি সম্মানের সঙ্গে মাথা উঁচু করে চলবে। বিশ্বে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। কেরানীগঞ্জ হবে বাংলাদেশের সবচেয়ে আধুনিক শহর।

গতকাল শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আধুনিক স্পিড বোটের চাবি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল সংস্কারে ১২ শ কোটি টাকা বরাদ্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেরানীগঞ্জে স্থাপন, ঝিলমিল আবাসিক এলাকায় ৫০ শতাংশ জমির ওপর দক্ষিণ কেরানীগঞ্জ থানার ১০তলা ভবন স্থাপন, ২৫ একর জায়গায় ট্রেনিং ইনস্টিটিউটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে। তিনি উপস্থিত সবাইকে যত্রতত্র বিল্ডিং না বানানোর পরামর্শ দেন।

ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান সফিউর রহমানের সভাপতিত্বে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকা বিভাগের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান বিপিএম প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্য