kalerkantho

সোমবার। ২৭ মে ২০১৯। ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬। ২১ রমজান ১৪৪০

গফরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তি স্থাপন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গফরগাঁওয়ে ৬৬ লাখ টাকা ব্যয়ে ডিক্রি ভূমি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

গতকাল শুক্রবার এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উস্থি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শফিউল বাশার মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন ও উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাগলা থানার ওসি শাহীনুজ্জামান খান, উপজেলা প্রকৌশলী তফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, নজরুল ইসলাম তোতা, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, তারিকুল ইসলাম রিয়েল, মাসুদুজ্জামান, সাহাবুল আলম প্রমুখ।

 

মন্তব্য