kalerkantho

সোমবার। ২৭ মে ২০১৯। ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬। ২১ রমজান ১৪৪০

সাস্ট টেক ফেস্ট শুরু

শাবিপ্রবি প্রতিনিধি   

২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী এলআইসিটি সাস্ট টেক ফেস্ট শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিএসই, ইইই ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ যৌথভাবে এ ফেস্টের আয়োজন করেছে। দেশের সরকারি-বেসরকারি ৫৪টি বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার ২০০ বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীর অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। টেক ফেস্টে আন্তবিশ্ববিদ্যালয় প্রগ্রামিং প্রতিযোগিতা, সফটওয়্যার, রোবো ফাইটসহ পাঁচটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এ প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের বহুল প্রচারিত কালের কণ্ঠ। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুর রহমান ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস।

মন্তব্য