kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

কুবিতে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন মঙ্গলবার

কুবি প্রতিনিধি   

২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হচ্ছে ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৯’। আগামী মঙ্গলবার কলা ও মানবিক অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। আলাদা আলাদা অধিবেশনে মোট তিনটি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হবে। প্রথম অধিবেশনে ‘অন্য রবীন্দ্রনাথ’ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, দ্বিতীয় অধিবেশনে ‘উইলিয়াম শেকসপিয়র’ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফি আহমেদ ও শেষ অধিবেশনে ‘সাহিত্যতত্ত্ব ও বাংলা ভাষা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য।

মন্তব্য