kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

গফরগাঁওয়ে মেলায় খেলনা অস্ত্রের পসরা, উদ্বেগ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে মেলায় খেলনা অস্ত্রের পসরা, উদ্বেগ

খেলনা : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে বৈশাখী মেলায় ভয়ংকর মডেলের খেলনা অস্ত্রের পসরা সাজিয়েছেন এক দোকানি। শিশুরা এর প্রতি আকৃষ্ট হচ্ছে। ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের গফরগাঁওয়ে বৈশাখী মেলায় ভয়ংকর মডেলের খেলনা অস্ত্রের পসরা সাজিয়েছে দোকানীরা।

পহেলা বৈশাখ থেকে উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিন বৈশাখী মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় প্রতিটি দোকানে অন্য খেলনা সামগ্রীর চেয়ে ভয়ংকর সব মডেলের খেলনা অস্ত্রের সম্ভার বেশি দেখা যায়। এর মধ্যে এসএমজি পিস্তল, চায়নিজ বন্দুক, শটগানসহ খেলনার বিভিন্ন অস্ত্র রয়েছে। কোমলমতি ছোট শিশু থেকে শুরু করে কিশোর-তরুণরাও এসব অস্ত্র কিনে চোর-পুলিশ ও যুদ্ধ যুদ্ধ খেলায় মেতে উঠছে।

ধামাইল গ্রামের ব্যবসায়ী আসাদুজ্জামান বলেন, ‘ভয়ংকর মডেলের এসব খেলনা অস্ত্র তাদের ভবিষ্যতে সত্যিকারের অস্ত্রের প্রতি আগ্রহী করে তুলতে পারে।’

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ‘খেলনা অস্ত্রে শিশু-কিশোররা আনন্দ পায় বটে। তবে অস্ত্র দিয়ে অন্য শিশুদের ভয় দেখানোর বিষয়টা তাদের কোমল মনে প্রভাব ফেলতে পারে। সেটা ভবিষ্যতে মঙ্গলজনক নাও হতে পারে।’

মন্তব্য