kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

ময়মনসিংহ সিটি নির্বাচন

প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছিল প্রতীক বরাদ্দের নির্ধারিত তারিখ। উৎসবমুখর পরিবেশে প্রার্থী ও তাঁদের সমর্থকরা প্রতীক পেয়ে আনন্দ মিছিল করতে করতে নিজ এলাকায় ফিরে যায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গতকাল সকাল ৯টা থেকেই প্রার্থীরা তাঁদের সমর্থকদের নিয়ে প্রতীক পেতে নগরের কাচারীঘাট এলাকার জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে যান। প্রার্থীর সমর্থকদের ভিড় সামলাতে কার্যালয়ের বাইরে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়।

মন্তব্য