kalerkantho

সোমবার। ২৭ মে ২০১৯। ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬। ২১ রমজান ১৪৪০

মঠবাড়িয়ায় মৎস্য সহকারীর অপসারণ দাবি জেলেদের

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর   

১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী (ফিল্ড অ্যাসিস্ট্যান্ট) মনিরুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাঁর বিরুদ্ধে নিরীহ ও হতদরিদ্র জেলেদের জেলে কার্ড দেওয়ার কথা বলে ঘুষ নেওয়া, তালিকা প্রণয়নে স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগ আছে। গতকাল বুধবার দুপুরে মঠবাড়িয়া পৌর শহরে শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির বেতমোর ইউনিয়ন সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মৎস্যজীবী লীগের জেলা কমিটির সহসভাপতি মো. রফিকুল ইসলাম জালাল, জেলে আমজাদ হোসেন, ইব্রাহীম হাওলাদার, আলমগীর হোসেন, মো. নূর আলম, রাসেল, কালাম প্রমুখ। এ সময় মৎস্যসম্পদ রক্ষায় দুর্নীতিবাজ মনিরকে দ্রুত অপসারণের দাবি জানান তাঁরা। এ ব্যাপারে অভিযুক্ত মনিরের বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য