kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

দুর্গাপুরে পুকুরে মিলল বিষ্ণুমূর্তি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি   

১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুর্গাপুরে পুকুরে মিলল বিষ্ণুমূর্তি

রাজশাহীর দুর্গাপুরে ২৬ কেজি ৫০০ গ্রাম ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে বড়ইল মোল্লাপাড়া গ্রামের জেহের মোল্লার পুরনো পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, মূর্তিটি কষ্টিপাথরের। যার দাম আনুমানিক কয়েক কোটি টাকা। জানা যায়, জেহেরের পুরনো পুকুরটি ভরাট হয়ে গিয়েছিল। কয়েক দিন আগে ভেকু মেশিন দিয়ে পুকুরটি খননের কাজ শুরু করেন তিনি। গতকাল সকালে খননকাজের সময় ভেকু মেশিনের চালক মাটির মধ্যে মূর্তিটি দেখতে পান। এ সময় তিনি পুকুর মালিক জেহেরকে বিষয়টি জানান। পরে জেহের বিষয়টি কিসমতগনকৈড় ইউপি চেয়ারম্যান আফছার আলীকে জানালে তিনি ইউএনও জানান। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশের সহযোগিতায় মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

মন্তব্য