kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

ভালুকায় ধান কাটা নিয়ে সংঘর্ষ আহত ৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের ভালুকায় ধান কাটা নিয়ে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলায় কাচিনা ইউনিয়নের তামাট গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো উপজেলার তামাট গ্রামের মো. আলিম উদ্দিন, তাঁর ছেলে মো. ইদ্রিস আলী ও মো. সিদ্দিকুর রহমান, নাতি মো. ইউসুফ ও নাতিন জামাই মো. রিপন মিয়া এবং অন্য পক্ষের মো. কালাম মোল্লা। তাদের মধ্যে পাঁচজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পালগাঁও মৌজার ৫৪ শতাংশ জমির মালিকানা নিয়ে তামাট গ্রামের আলিম উদ্দিন ও সিরাজুল ইসলামের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই জমি নিয়ে আদালতে মামলাও রয়েছে। গতকাল সকালে সিরাজুল ইসলাম তাঁর ভাইদের নিয়ে ওই জমির ধান কাটতে গেলে প্রতিপক্ষ আলিম উদ্দিন তাঁর লোকজন নিয়ে বাধা দেন। এতে সৃষ্ট সংঘর্ষে দুই পক্ষের ছয়জন আহত হয়। ওই ঘটনার জন্য দুই পরিবার একে অন্যকে দায়ী করছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আলিম উদ্দিনের পরিবারের সদস্যরা।

মন্তব্য