kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

দামুড়হুদায় ভাটায় মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর শেখপাড়ায় মাটির নিচে চাপা পড়ে দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরেক শ্রমিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে শেখ ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন কেশবপুর গ্রামের আব্দুল হান্নান ও নতুন বাস্তপুর গ্রামের বাবু মিয়া। আহত শফিকুল ইসলামকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত শফিকুল জানান, প্রতিদিনের মতো গতকাল সকালেও হান্নান, বাবু আর তিনি ইটভাটায় কাজ করছিলেন। হঠাৎ পাশে থাকা মাটির স্তূপ তাঁদের ওপর ধসে পড়ে। এ সময় অন্য শ্রমিকরা মাটি সরিয়ে তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হান্নান ও বাবুকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য