kalerkantho

সোমবার। ২৭ মে ২০১৯। ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬। ২১ রমজান ১৪৪০

ফের গণমনস্তাত্ত্বিক রোগে পাকশিয়া স্কুলের ২০ জন

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরের শার্শায় মাত্র ছয় দিনের ব্যবধানে আবারও গণমনস্তাত্ত্ব্বিক রোগে আক্রান্ত হয়েছে পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষকসহ অন্তত ১৮ জন শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ১০ এপ্রিল গণমনস্তাত্ত্ব্বিক রোগে আক্রান্ত হয়ে স্কুলটির অন্তত ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার পরদিন ১১ এপ্রিল স্কুলটির শিক্ষার্থীরা প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে। গতকাল স্কুলটির শিক্ষক মিজানুর রহমান জানান, সকালে ক্লাস চলাকালীন হঠাৎ দুই শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবু, হোসেন আলীসহ একে একে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির অন্তত ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অশোক কুমার সাহা জানান, ‘ভয়ের কিছু নেই। চিকিৎসা নিলে সবাই সুস্থ হয়ে উঠবে।’

মন্তব্য