kalerkantho

বুধবার। ১৯ জুন ২০১৯। ৫ আষাঢ় ১৪২৬। ১৫ শাওয়াল ১৪৪০

ঈশ্বরদীতে ভাইয়ের হাতে খুন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপারিবারিক কলহের জেরে বড় ভাই লিখন মণ্ডল ওরফে দশার (২৮) হাতে ছোট ভাই খোকন মণ্ডল ওরফে কটা (২৫) খুন হয়েছেন। গতকাল রবিবার ভোরে পাবনা ঈশ্বরদীর সাহাপুর মালিথাপাড়ায় এ ঘটনা ঘটে। তাঁরা এলাকার ইউনুচ আলী মণ্ডলের ছেলে। 

নিহতের পরিবার জানায়, গত শনিবার দুই ভাইয়ের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া বাধে। এরই জেরে রবিবার ভোরে কাঠের নকশা কাটার বাটালি নিয়ে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ছোট ভাই কটার মাথায় আঘাত করেন বড় ভাই। এ সময় কটার স্ত্রীর চিৎকার শুনে পরিবার ও এলাকার লোকজন এসে কটাকে উদ্ধার করে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান, হাসপাতাল থেকে লাশটি পুলিশি হেফাজতে মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা ও আত্মীয়-স্বজনকে থানায় ডাকা হয়েছে। তারা এলে হত্যা মামলা হবে।

মন্তব্যসাতদিনের সেরা