kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১৬ মার্চ, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসহকর্মীকে লাঞ্ছনার প্রতিবাদে ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। গতকাল বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত তাঁরা কর্মবিরতি ও হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কে মানববন্ধন করেন। চিকিৎসককে লাঞ্ছিতের ঘটনায় গতকাল মিঠুকে আটক করেছে পুলিশ। মানববন্ধন চলাকালে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান, আবাসিক মেডিক্যাল অফিসার সাখাওয়াৎ হোসেন, বিএমএর জেলা সভাপতি ও স্বাচিপের সভাপতি আক্তার হোসেন বাপ্পী, ডা. নিজাম উদ্দীন হেলাল, শৈবাল বসাক প্রমুখ। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বিপাকে পড়ে। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হন নাক-কান ও গলা বিশেষজ্ঞ ডা. শেখ মো. মুনিরউদ্দিন আহম্মেদ।

মন্তব্যসাতদিনের সেরা