kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

ঢাবি উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১৬ মার্চ, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘খাতা না দেখেই চূড়ান্ত ফল দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়’—ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের এমন একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি উপাচার্য সরকারি তিতুমীর কলেজে গত মঙ্গলবার এক অনুষ্ঠানে ওই বক্তব্য দেন। বক্তব্যটি বুধবার বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়। এ বক্তব্য সম্পূর্ণ অসত্য, মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত ও বিদ্বেষপ্রসূত। দায়িত্বশীল পদে থেকে এ ধরনের বক্তব্য দেওয়া উচিত হয়নি। তাঁকে তাঁর বক্তব্যের সমর্থনে তথ্য-প্রমাণ উপস্থাপন করতে হবে। অন্যথায় তাঁর  বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য