kalerkantho

বুধবার। ১৯ জুন ২০১৯। ৫ আষাঢ় ১৪২৬। ১৫ শাওয়াল ১৪৪০

প্রথম কলাম

আগুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৬ মার্চ, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মাইজবাগ বাজারে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মাইজবাগ বাজারের কয়েকটি দোকানে রাতে আগুন দেখে চিৎকার করতে থাকে আশপাশের লোকজন। এ সময় আগুন নেভাতে না পেরে খবর দেওয়া হয় ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস দল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন মো. নজরুল ইসলাম, মো. জোনাইদ, সাদ্দাম হোসেন, পলাশ চন্দ্র দাস, সাইফুল ইসলাম ও মজিবুর রহমান।

মন্তব্যসাতদিনের সেরা