kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

না.গঞ্জে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

২৪ এপ্রিল, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেলগেট এলাকায় এসপি ফ্যাশন নামের একটি রপ্তানিমুখী গার্মেন্ট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে কারখানাটির শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কারখানার সামনে প্রায় ৩০০ নারী-পুরুষ শ্রমিক জড়ো হয়ে জুতা হাতে বিক্ষোভ করে। এ সময় তারা কারখানার মালিকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা চাষাঢ়ায় নিট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএর প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।

শ্রমিকরা জানায়, এসপি ফ্যাশনে প্রায় ৬০০ শ্রমিক কর্মরত। তাদের বেশির ভাগই ১০-১২ বছর ধরে কাজ করছে। কিন্তু মালিকপক্ষ গত ২০ এপ্রিল পূর্বঘোষণা ছাড়াই কারখানাটি বন্ধ করে দেয়।

বিকেএমইএর সহসভাপতি (অর্থ) জি এম ফারুক জানান, 'মালিকপক্ষ কারাখানা বন্ধের বিষয়ে বিকেএমইএ সভাপতিকে জানিয়েছিল। তবে শ্রমিকপক্ষ আমাদের কাছে লিখিতভাবে কোনো দাবির কথা জানায়নি। বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান আগামী শনিবারের মধ্যে শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়াসহ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।'

 

মন্তব্য