kalerkantho

প্রযুক্তি উৎসব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৪ এপ্রিল, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে'আইসিটি ফর এনভায়রনমেন্ট'- এ প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী 'প্রথম জাতীয় প্রযুক্তি উৎসব-২০১৫'। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি ও বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হবে। সংগঠনটির তৃতীয় বছর পূর্তিতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সহসভাপতি মো. রনি হোসাইন এ তথ্য জানিয়েছেন।

প্রযুক্তি উৎসবের ইভেন্টগুলো হচ্ছে আইটি প্রজেক্ট প্রদর্শনী (মোবাইল অ্যাপস ও ওয়েব অ্যাপস), আইটি কুইজ (এমসিকিউ, অডিও ও ভিজ্যুয়াল, কুইক কুইজ) এবং গেমিং প্রতিযোগিতা (ফিফা এবং এনএফএস)।

দুই দিনব্যাপী এ উৎসবে অন্য আয়োজনের মধ্যে রয়েছে আউটসোর্সিং, সাইবার ক্রাইম, থ্রিডি ও গেম ডেভেলপমেন্টবিষয়ক কর্মশালা, প্রযুক্তিবিষয়ক নাটিকা ও কনসার্ট।

 

মন্তব্য