kalerkantho

শনিবার । ২৫ মে ২০১৯। ১১ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৯ রমজান ১৪৪০

বিকেএমইএর সামনে মানববন্ধন

শ্রম আইন সংশোধন দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

২৪ এপ্রিল, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশ্রম আইন সংশোধনের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এসরোটেক্স ইউনিট ২ শ্রমিকদের উদ্যোগে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। এসরোটেক্স কারখানা স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ায় শ্রমিক নেতারা এ দাবি জানিয়েছেন। শ্রম আইন অনুযায়ী আট কিলোমিটারের দূরত্বে কারখানা স্থানান্তরের বিধান রয়েছে।

চাষাঢ়ায় তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনে গতকাল এসরোটেক্স কারখানার শ্রমিকরা অংশ নেয়। এতে কেন্দ্রীয় শ্রমিক লীগের শ্রমকল্যাণ ও উন্নয়নবিষয়ক সম্পাদক এবং ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাউসার আহমেদ পলাশ বক্তব্য দেন। তিনি ঘোষণা করেন, শ্রমিকদের অবৈধভাবে ছাঁটাইয়ের অভিযোগ এবং আট কিলোমিটার দূরত্বে কারখানা স্থানান্তর আইন বাতিলের জন্য চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পহেলা মে শ্রমিক সমাবেশ করা হবে। তিনি বলেন, 'আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল; কিন্তু মানুষের প্রয়োজনে ১৪৪ ধারার মতো আইন ভেঙে দাবি আদায় করতে জানি।' প্রধান অতিথির বক্তব্যে ওই শ্রমিক নেতা শ্রমিকদের ওপর মালিকপক্ষের হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি এবং কারখানা স্থানান্তরের নামে শ্রমিক হয়রানির অভিযোগ তোলেন। নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমানকে উদ্দেশ করে কাউসার বলেন, 'আপনি নারায়ণগঞ্জবাসীর দায়িত্ব নেওয়ার আগেই শ্রমজীবী মানুষের দায়িত্ব নিয়েছিলেন। সেটা এড়িয়ে যেতে পারবেন না। শ্রমিকদের দাবি পূরণ করুন।'

 

মন্তব্য