kalerkantho

বুধবার । ২২ মে ২০১৯। ৮ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৬ রমজান ১৪৪০

পাঁচ কেজি বেল!

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৪ এপ্রিল, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরে গতকাল বৃহস্পতিবার প্রায় পাঁচ কেজি ওজনের একটি বেল বিক্রি হয়েছে ৫৫০ টাকায়। শহরের কমলাপুর তেঁতুলতলা মোড়ের ফারুক স্টোর নামের একটি মুদি দোকান থেকে বেলটি কেনেন খন্দকার ইফতেখার মোহাম্মদ ইকু। তিনি সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান।

ওই দোকানের মালিক মো. ফারুক জানান, সকালে প্রায় পাঁচ কেজি ওজনের দুটি বেল বিক্রির জন্য তাঁর কর্মচারী বাবু দোকানে আনেন। বেল দুটি বাবু সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ১০ হাজার গ্রামের বেপারী বাড়ি থেকে কিনে এনেছেন। বিশাল আকৃতির বেল দুটি কিনতে কয়েকজন ক্রেতা আগ্রহ দেখায়। শেষ পর্যন্ত দুপুরে ৫৫০ টাকায় একটি বেল বিক্রি করেন তিনি।

এদিকে বেলটি কেনার পর ওই চেয়ারম্যান সোজা ফরিদপুর প্রেসক্লাবে চলে আসেন। উপস্থিত সাংবাদিকদের বেলটি দেখিয়ে বলেন, 'এত বড় বেল আমি জীবনে দেখিনি।' বেলটি তিনি তাঁর চাচাতো ভাই প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কাছে পাঠাবেন বলে স্থির করেছেন।

 

মন্তব্য