kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

বদরগঞ্জে শ্রমিকদের আমরণ অনশন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি   

২৪ এপ্রিল, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবকেয়া বেতন ভাতার দাবিতে রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুরে রংপুর ডিস্ট্রিলারিজ অ্যান্ড কেমিক্যাল কম্পানির শ্রমিক-কর্মচারীরা আমরণ অনশন শুরু করেছে। চার দিন ধরে কম্পানির প্রধান ফটকের সামনে কাফনের কাপড় পরে তারা ওই কর্মসূচি পালন করছে।

অভিযোগ রয়েছে, রংপুর ডিস্ট্রিলারিজ অ্যান্ড কেমিক্যাল কম্পানির প্রকল্প ব্যবস্থাপক আব্দুল হালিম সাবু শ্রমিক কর্মচারীদের ৯ মাসের বেতন বকেয়া রেখে সটকে পড়েছেন। এদিকে ৯১ জন শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। এ অবস্থায় ওই কম্পানির শ্রমিক-কর্মচারীরা এক সপ্তাহ আগে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে বকেয়া বেতনের দাবিতে স্মারকলিপি দিয়েছে। কিন্তু কম্পানি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় গত সোমবার থেকে ৪৮ জন শ্রমিক-কর্মচারী কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি শুরু করে। গতকাল বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের কর্মসূচি অব্যাহত ছিল।

শ্রমিক আনিছুল হক ও এরশাদ আলী বলেন, 'আমরা খেয়ে না খেয়ে দিনের পর দিন কাজ করে যাচ্ছি। অথচ বেতন দেওয়ার খবর নেই।'

 

মন্তব্য