<p style="text-align: justify;">রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকা এক রোগীর শরীরে টিটেনাস শনাক্ত হয়েছে। এ ঘটনায় আইসিইউ সেবা সাময়িক বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে সেখানে থাকা বাকি রোগীদের অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে।</p> <p style="text-align: justify;">হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সোমবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া কুড়িগ্রামের চিলমারীর বাসিন্দা মহুবার রহমানের শরীরে টিটেনাস শনাক্ত হয়। এর পরই তাঁকে আইসিইউ থেকে স্থানান্তর করা হয়। মেডিক্যালের আইসোলেশন সেন্টারে তাঁর চিকিৎসা চলছে। অন্য রোগীদের যাতে সংক্রমণ না ঘটে সে জন্য তাদেরও স্থানান্তর করা হয়েছে।</p> <p style="text-align: justify;">অন্যদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান জানান, দ্রুত পুনরায় আইসিইউ সেবা কার্যক্রম চালানো হবে।</p>