<p style="text-align:justify">শিশু যদি দীর্ঘক্ষণ কম্পিউটারে মজে থাকে বা উল্টাপাল্টাভাবে শুয়ে থাকে, তবে ঘাড়ের মাংসপেশিতে চোট পড়ে। তাতে ঘাড় শক্ত অবস্থা বা ‘স্টিফ নেক’ হতে পারে। আবার শিশু বয়সের এক মারাত্মক অসুখ মেনিনজাইটিসেও ঘাড় শক্ত থাকে, সঙ্গে থাকে মাথা ব্যথা ও জ্বর—এই তিন উপসর্গ। এমন পরিস্থিতিতে কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে-  </p> <p style="text-align:justify"><strong>করণীয়</strong></p> <p style="text-align:justify">যদি ঘাড় শক্ত ভাব কিন্তু জ্বর বা অন্য উপসর্গ নেই তাহলে</p> <p style="text-align:justify">* ঘাড়ে ভেজা গরম কাপড়ের সেঁক দেওয়া</p> <p style="text-align:justify">* ব্যথা লাঘবে প্যারাসিটামল</p> <p style="text-align:justify">* যদি এর পরও উপসর্গ থেকে যায় তাহলে উচিত হবে ডাক্তার দেখানো</p> <p style="text-align:justify"><strong>যেসব ক্ষেত্রে মেডিক্যাল ব্যবস্থাপনা</strong></p> <p style="text-align:justify">* সাম্প্রতিক ইনজুরি</p> <p style="text-align:justify">* ছোট শিশুর জ্বরের সঙ্গে অত্যধিক শীতলতা</p> <p style="text-align:justify">* ক্লান্তি, তন্দ্রাচ্ছন্ন অবস্থা</p> <p style="text-align:justify">* খুব খিটখিটে মেজাজ</p> <p style="text-align:justify">* অনবরত মাথা ব্যথা</p> <p style="text-align:justify">* বমি</p> <p style="text-align:justify">* আলোর দিকে তাকাতে পারছে না</p> <p style="text-align:justify">* ত্বকে র‌্যাশ</p> <p style="text-align:justify">* ফ্লুর মতো উপসর্গাদি</p> <p style="text-align:justify">* ইনফ্যান্ট শিশুর ক্ষেত্রে—বুকের দুধ খেতে পারছে না। একনাগাড়ে কান্না, মাথার চাঁদি ফুলে যাওয়া<br />  </p> <p style="text-align:justify"><strong>প্রতিরোধমূলক ব্যবস্থা</strong></p> <p style="text-align:justify">* পাওয়া যায় এমন সব ধরনের রোগ প্রতিরোধক টিকা শিশুকে দিয়ে দেওয়া, বিশেষত মেনিনজাইটিস টিকা</p> <p style="text-align:justify">* শিশুর পোশাক-পরিচ্ছদ সাবধানে পরানো</p> <p style="text-align:justify">* শিশুর ঘাড়ে আঘাত লাগবে এমন যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকা</p> <p style="text-align:justify"> </p> <p style="text-align:justify"><em>লেখক: প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী</em></p> <p style="text-align:justify"><em>সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ</em></p> <p style="text-align:justify"><em>চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল</em></p> <p style="text-align:justify"> </p> <p style="text-align:justify"> </p> <p style="text-align:justify"> </p> <p style="text-align:justify"> </p>